Sunday, October 16

মানস চক্রবর্ত্তী

এই ফ্রি সটাইল এই বাটারফ্লাই


এভাবে নেমে গ্যালো একটা পথ 
বৃষ্টিতে ছাতা মাথায়
একটা একা পাখি উড়ে গ্যালো 
উঠোনের শিউলি ডাল ছেড়ে অনির্দেশের দিকে
একটা উজ্জ্বল শাড়ির আঁচল উড়ে  
চিল্কায় গিয়ে কিকরে যে মাস্তুল হয়ে গ্যালো

এত মোটাসোটা গীতাঞ্জলীর অক্ষর ঝ'রে বৈধব্যের নোটবই এখন

কেবল  আমরা সাঁতার শিখছি রোজ
এই ফ্রি স্টাইল তো এই বাটারফ্লাই
এদিকে জল নেই নদীতে এক আঁচলাও
খেয়াল নেই কারও 



1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।