Sunday, October 16

অরুণ কুমার মহাপাত্র


আত্ম নিবেদন


কমলা এখনো ঘুমে অচেতন...
ঘরের ভেতর ঘন ঘন নিশ্বাসে ওঠানামা
করে আমার ভবিষ্যৎ...
চাতক প্রাণের পাকে পাকে
বিনম্র পাপবোধ...
লোমকূপে আজ শালুকের তীব্রতা...
চোখের সামনে নিঃশব্দ তরঙ্গমালা নিয়ে
বয়ে চলে নদী...
লেখা হয়ে যায় বৃষ্টিপাতের ক্ষণ... ।
তরঙ্গ ভেঙে ভেঙে ভেসে যাই আমি...
ঝরে পড়ে টুপটাপ আদিম বিভূতি...
পা ছুঁয়ে ছুঁয়ে এগোতে থাকে
সবুজ কামনা...
আত্ম নিবেদনে বুকের ওঠানামা...
লেপটে থাকা শাড়ীর ভাঁজে
উঠে আসে চাঁদ...
আহত চাঁদের গায়ে সমর্পণের জল...  ।



No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।