Sunday, October 16

কয়েস বিন আমর

মেঘে মেঘে 


মেঘের দেশে কোন সে কৃষ্ণকায়া!
আকাশ থেকে বৃষ্টি কেন ঝরে?
বুকের ভেতর অবুঝ মনের মায়া
কার তরে গো শুধুই কেঁদে মরে।

বৃষ্টি, নাকি কান্না তোমার চোখে
অঝোর ধারায় ঝরে মাটির বুকে, 
মেঘলা দিনে বিবশ কাহার শোকে
কান্না হাসির দোদুল দুঃখ সুখে!

 মেঘে মেঘে ঝরে মুক্তোবারি 
তোমার চোখে চিকুর চমক জ্বলে, 
মাঠের বুকের সবুজ স্বপন কাড়ি
মায়ার খেলা দীপ্ত গগনতলে।

তোমার চোখে রামধনু রঙ ভাসে 
মেঘের দেশে মেঘবালিকা হাসে ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।