Sunday, December 25

উজ্জ্বল দত্ত ( বাংলাদেশ )



আমার দুঃখ হয় 


তুমিও বুঝলেনা 
হাজারো বার বলেও বড্ড ক্লান্ত আজ,
আবেগ অনুভূতিগুলো শ্রাবনের মেঘলা জলে বুক বেঁয়ে ভেসে যায় সাগর নীলিমায়।

প্রমীলা মৈত্র


শীতের মজা 


শীত আসতেই অনেক মজা
দেদার মজা পিকনিকে
পৌষ মাসের কড়া শীতে
পিকনিকের ধুম চারিদিকে।

Saturday, December 24

মিয়া মুহম্মদ শরীফ ( উত্তরা, ঢাকা )




সুন্দর দিনগুলি 


আমার ছেলেবেলা
গায়ের মেলা
সুন্দর দিনগুলি।
আজো স্মৃতিতে হাতছানি দেয়
আমি কি করে ভুলি?
সুন্দর দিনগুলি।

মোঃ শাহাদাৎ হোসেন কানন



দেখবে স'বি শূন্য


দিবা-রাতি যতই ছুটো
টাকা-কড়ির তরে,
কোনো সুফল পাবে না কো
যবে যাবে মরে!

চম্পা রায়



সোনামণি


সকাল হলে হারিয়ে যেন
কোথায় চলে যায়
ডাকলে পরেও দেয় না ধরা
শুধু লুকিয়ে বেড়ায়।

সুপ্রিয়া দেবনাথ




নির্ভেজাল
      


তখন শ্যামবাজারের চৌমাথার মোড়ে আমরা দুজন প্রায় প্রতিদিনই পাপড়ি চাট খাই। আর সঙ্গে ছিল যৌবনের শুরুতে প্রথম প্রেম । টক মিষ্টি ঝাল সাধের সঙ্গে মিশে ছিল আমাদের অল্প বয়সের মিষ্টি ভালোবাসা। বেশ একটা অন্য সাধের অনুভূতি ছিল । পাপড়ি চাট তো না ! কি যে খেতাম! সে শুধু আমি আর ঈশ্বর জানেন। সে এক অনন্য সুখের সৃষ্টি। 
কিন্তু খাওয়া শেষে দীপশিখা বলে ,আজকের পাপড়ি চাট তেমন ভালো হয়নি । টক দই টা পুরনো ছিল । কিছু ভেজাল মেশানো আছে এর মধ্যে । আগের মতন আর অতো ভালো নেই ।ভেজাল শুরু হয়ে গেছে ।