Tuesday, November 15

তীর্থঙ্কর সুমিত


মনোময় পৃথিবী

নিজে ভাঙতে ভাঙতে
যখন দেখি সামনে সমুদ্রাবলী
উল্টোদিকে সবুজ ঘাসে পরিবর্তনের ঢেউ
লোক সংস্কৃতি শুধুই সংস্কৃতির বিবর্তন

প্রদীপ ভট্টাচার্য ( বাংলাদেশ )



জন্ম যার কান্নায়


দূরে ঐ আতুড় ঘরে গোঙ্গানি যেন কার
ভেসে আসে অসহ‍্য যন্ত্রণার শব্দ কানে
থামে একদা কার আগমনে জানিনে
তবে শুনেছি একটি শিশুর কান্না অঝোর।

Monday, November 14

কনক লতা দাস


রূপসী গ্রামবাংলা


কী অপরূপ সৌন্দর্য্যের আভরণ মাগো তোমার প্রকৃতি

ষড় ঋতুর অলীক মায়ায় বয়ে আনে সুকীর্তি।

পদ্মা মেঘনার কুলকুল ধ্বনি মিঠা পানির মাছ
বনজ ঔষধি কতই মনোহর সারি সারি তার গাছ।

সুরভি ঘটক



গুমোট
 
    

  মৌন ঠোঁট। অস্থির চৌকাঠে
  চোখের তারায়
  ও কবিতার খাতায়
  আজ‌ আর আলপনা আঁকেনা আহ্বান।

Sunday, November 13

লিংকন ( বাংলাদেশ )





অসাম্প্রদায়িকতা চাই

 

সাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা,
কতো শুনবো এই বিভৎস গান,
কতো নিবে আর অপরের প্রাণ?
ঝরাবে কতো রক্ত তুমি আর? 

অরুণ কুমার মহাপাত্র




ভাসানের গান


মুহূর্তেগুলো হারিয়ে যায়...
অনেকে অচেনা হয়ে যায় সময়ের 
সাথে সাথে...