Friday, November 4

অনিরুদ্ধ ঘোষাল



মায়ের ছুটি

         

সারাজীবন ব্যস্ততাতেই গেল
বিরক্তিহীন সদাই মুখে হাসি,
আগলে রাখার মায়ার বাঁধন অটুট
মা জগতের অশুভ শক্তি নাশি।

Wednesday, November 2

প্রমীলা মৈত্র

তুলসীগাছের গুন

তুলসী গাছের অনেক গুন
তুলসীকে আমরা দেবি জ্ঞানে মান‍্য করি।
পাতা দিয়ে পূজা করি নারায়ণের।
তুলসী না  হোলে পূজা হ য়না সম্পূর্ণ।
একটা তুলসীগাছের সব কিছুই প্রয়োজনীয়।

গাজী আজাদ ( বাংলাদেশ )


অনল প্রবাহ


তোমার কারণে হৃদয় এখন 
  বেদনার বালুচর, 
অনল প্রবাহ চলছে সেথায় 
      বিরহের প্রভাকর!
তোমার অনীল বদন দেখতে
     বুকে হাহাকার করে,
চাতক পাখির মত চেয়ে রই
      আঁখিতে ঝর্ণা ঝরে!
বিরহ বেদনা সয় না যাতনা
   বুঝাবো কেমনে সই,
অকূল সাগরে ডুবলো জাহাজ
   নোঙর ফেলি যে কই?
নিরাশার আশা ভালোবাসা সখী
     বুঝলে না তুমি হায়,
পথ চেয়ে আছি তোমার আশাতে
    আর কতো কাল  যায়?
হৃদয় গভীরে দুখের অনল
   জ্বলে দাউ দাউ করে,
অবিরাম জ্বলে দারুণ অনল
       জীবনের প্রান্তরে!


Tuesday, November 1

অংশুদেব



শেষ নেই শুরু নেই
 

পথের শেষে পথ শুরু হয়
মনের শেষে মন
ধারণ বুকে তৃষ্ণা যত
বন্ধু আছে গাছের মতো
হাতের মধ্যে হাত, হাতের কথা 

দোলা ভট্টাচার্য্য

 
ভুত শিকারী আমি 



ভুত শিকারী! তা লোকে আমায় বলে বটে। ওহো। তোমরা আবার "মেজকর্তা" র সাথে গুলিয়ে ফেলো না আমাকে। হ্যাঁ হ্যাঁ। "ভুত শিকারী মেজকর্তা" নামে সবাই তাঁকে চেনে। বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র মহাশয় তাঁর সাথে পরিচয় করিয়েছিলেন।

Monday, October 31

অরুণ কুমার মহাপাত্র


রঙছুট মুল্লুকে 


দিনের মতো দিন চলে যায় 
কাঁপছি তবু আশঙ্কাতে
প্রিয় নামের নিঃশ্বাসে মোরা 
ভাঙছি তবু আঘাতে 
ভাঙাচোরা ঐ আকাশটাতে