Wednesday, October 26

অনিমেষ সিংহ


আলোর মেয়ে বা মেয়েটি আলো


আলো এসে দাঁড়াল দরজায়। আমাদের বিবাহ সম্পর্কিত কোনো বাধানিষেধ ছিলো না। 
কতো আলো আসে, 
মানুষের নিবিড় বুকে বাসা বাঁধে আর মাঝেমধ্যে স্বর্গে নিয়ে যায় তাদের -
উঁচু উঁচু শালগাছ, ধানক্ষেত, যুবতী নদী- খুলে খুলে দেখায় 
পরতে পরতে শৃঙ্গার, মিলনের কারুকার্য -
গভীরে বুদ্ধদেব 
অসংখ্য গাছের তলায়, অসংখ্য মানুষ বোধিসত্ত্ব হয়ে গেছে
মেয়েটি তারপর প্রজাপতির মতো নাচতে নাচতে
আঙুল ধরে টান দিলো-
জ্যোৎস্না ছড়াল ঘাসে ঘাসে, শেকড়ে যোনিতে 
স্তনবৃন্ত থেকে জন্ম নিলো পদ্মের উৎকৃষ্ট প্রজাতি 

তারপর ফিরে গেল সে। আলোর পদচিহ্ন শুধু বুকে রইল পড়ে
--তাই বাজে নুপুরের মতো।
আলো ছিলো গর্ভবতী, 
আমাকে চুমু দিয়ে বলল, আসি- 
বর্ষা আগত প্রায়--
বতর হবে,  কামনায় পাগলিনী হবে মাটি।
শিবের কাছে চেয়ে নিতে হবে লাঙল, লাঙল চালাতে হবে....,
বীজ ছড়াতে হবে, 
 --মেলা কাজ

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।