Sunday, December 4

সাজিয়ে নাও স্বপ্নকে

অমল ভট্টাচার্য্য
--------------------------------

আজকাল স্বপ্নের রঙগুলো ফ্যাকাসে হয়ে গেছে ,
স্বপ্নেরা হয়েছে স্যাঁতসেঁতে  আবৃত জালে ,
ওদের আজকাল পারিনা উপলব্ধি করতে,
মনে হয় স্বপ্নেরা যেন পচে গেছে ,
স্বপ্নগুলো প্রতিরাতে ছড়ায় গন্ধ স্যাঁতসেঁতে !

আগে স্বপ্নে পেতাম মাটির সোঁদা গন্ধ ,
আজ সে সব অজানা গন্ধ হয়েছে বন্ধ !
স্বপ্ন ভরে থাকে বেকারের হাহাকারে,
স্বপ্ন ভরে থাকে ক্ষুধার্ত শিশুর চিতকারে,
স্বপ্ন ভরে থাকে অনাথের আর্তনাদে,
স্বপ্ন ভরে থাকে ধর্ষিতার কান্নাতে,
স্বপ্ন ভরে থাকে নববধূর চিতার গন্ধে,
আমার স্বপ্ন ভরে থাকে অপবিত্র আঁশটে গন্ধে  !

আমার বয়স হয়েছে,
স্বপ্ন দেখার সময় শেষের পথে !
যারা থাকবে সুন্দর এ পৃথিবীতে,
সাজিয়ে নিক স্বপ্নগুলোকে দেখার মতো করে !

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।