Sunday, December 4

রাশের মাজীর গুচ্ছকবিতা

গোপন কথা

শূন্য দেওয়াল কথা বলে, একাকী
গভীর রাত্রে
কার সহে, জানে না কেহ
কেবল ঘড়ি
টিকটিক করে আপন মনে চলতে চলতে
শুনে সে কথা

কল্পনা

-------------------
চোখের পলক যায়না ফেলা
তোমার রুপের ছটা দেখে
দাঁড়িয়ে আছ একলা তুমি
ওই নদীর পাড়ে বকুলের ধারে
আমিও কি থাকতে পারি
দাঁড়িয়ে তোমার পাশে
দিনের শেষে অস্ত নামে
গোধূলি বেলার দিগন্তে
মেরু আলো মিশছে ওই
নদীর পাড়ে বালির চড়ে
সেইখানেতে দাঁড়িয়ে তুমি
দেখছ চেয়ে নদীর পাড়ে
বক পাখির মাছধরা কৌশল
সোনালি বালির ওপর মিশেছে
বকের দুধ-সাদা পালকের সারি
আমি চেয়ে দেখে মুগ্ধ হলাম
সোনালি বিকেলের আলোকিত রুপ

মনেড়ে

মনে পড়ে সেই পুরানো দিন,
যেখানে তুমি আমি, আর আমি তুমি
করেছি কতই না আমোদ, ঘুরে হেতা সেথা।।
আজ শূন্য বুকে,ভাবছি তোমায়,
কত সহজেই ভুলে গিয়েছ আমায়।।
তবে কি ছিল সেগুল! ছলনা?
ভরা নদীর ভরা আনন্দ
আজ,শূন্য নদীর চোরা বালিতে-
জ্যোৎস্নার আলো মুখ ফিরিয়া লয়।
আমি একলা বসে ভাবছি তোমায়...
আসবে আবার কবে, জোয়ারের সাথে।।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।