Saturday, October 22

দেবজ্যোতিকাজল


অন্যঋচ
গীটার

উজ্জ্বল দত্ত


তুমি আসবে বলে

তুমি আসবে বলে 
ভোরের  আকাশে সুর্য্য হাসলো ,
ভালোবেসে প্রান খুলে,
পথের ধূলো ক্লান্ত শরীরে 
কুয়াশার হিম গায় তুলে নবজাগরণে !

অন্নপূর্ণা দাস


মামার গল্প     
                                                                                                                           মামা গল্প বলোনা, বলে ছোট ভাই বোন                                         মামা বলে, কিসের গল্প শুনবি?                      হাতির গল্প, ঠিক আছে,                                     একটা হাতি ছিল, সে রাস্তা দিয়ে যাচ্ছিলো,                    এই বলে মামা একটা দুপুরে  ঘুম দেয়,                                    ছোট ভাই বোন মামাকে

পুষ্পিতা


অচেনা


তোমারে দেখতে চেয়েছি তোমারই আয়নায়,
তবুও দেখতে  পাইনি।
ছিল অনিমেষ দৃষ্টি,  তাও চেনা হয়ে উঠে নি।
এক কুহক আড়াল তোমায় ঘিরে।

সুমন দত্ত


সুসময় ভেঙে পড়ে কান্নায় 

মুমূর্ষ অ্যাম্বুলেন্স চিৎকার করে ছুটে যায় বুকের ভিতর 
লাল-নীল আলোর দুর্বিপাকে হাঁপাতে থাকে ধুকপুক ।

Friday, October 21

মঈন উদ্দিন মামুন ( বাংলাদেশ )


 প্রিন্ট 



মেটাফিজিক্যাল থ্রিলার যেন ভালবাসার এক ঘর! এই গঠনশৈলীর দেয়াল ভাঙেনি কোনদিন; রাতের নিস্তব্ধতায় হারিয়ে যাই অনন্তলোকে... কোন এক মানচিত্রে আবারও বসতগড়ি। এক সুহাসিনীর গন্তব্য মাড়াতে উদ্বিগ্ন হই মানসপটে বিরামহীন