Saturday, October 22

পুষ্পিতা


অচেনা


তোমারে দেখতে চেয়েছি তোমারই আয়নায়,
তবুও দেখতে  পাইনি।
ছিল অনিমেষ দৃষ্টি,  তাও চেনা হয়ে উঠে নি।
এক কুহক আড়াল তোমায় ঘিরে।
চেতনায় বুঁদ থাকা প্রহরেও
প্রতিবিম্বটি ছোঁয়া হল না তোমার।
গতি প্রগতির অন্তর্জালভেদ করা
সাধারণ বোধ ব্যর্থ,
নিঃস্বার্থটা স্বার্থের কোঁচড়ে।
সবটাতেই নিগূঢ় অর্থ।
শুধু আমিই  স্বচ্ছ  অক্ষিতে
সরল  সংযোগ টানতে চেয়েছি।

এ হয়তো আমারই  ব্যর্থতা।
ভেদ করা হল না অভেদ্যতা।
শৈশব থেকে দেখা সূর্যের মতই অচেনাই রয়ে গেলে।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।