Thursday, September 15

আগমনি

মাসুম খান

মহামায়া মহাকালী
আদ্যাশক্তি মুখে বলি
জয় মা তোমার, জয় হোক
এবার, মহিষাসুর পদতলে।।

মা, পরমপুরুষ সঙ্গী তোমার
তুমি পরম প্রকৃতি
পরম সৃষ্টির কারণ তুমি
তুমি ধ্বংসধারিনী।।

মেনকা গর্ভজাত তুমি
মেনকারও জননী
গিরিধারীর কন্যাতুমি
তারও গর্ভধারিনী।।

সিংহ পিঠে সিংহাসনী
হিংস্র তুমি, হিংসানাশিনী
আমার ’পরে করূণা তোমার
ভক্তি লহ চরণ তলে।।

অসীম শক্তি তোমার মাঝে
ব্রহ্মা-বিষ্ণু লুটায় পদে
রাজ্যহারা হয়ে ইন্দ্র
তোমার স্মরণ লয় সে এসে।।

হিমালয়ের শিখর দেশে
পার্বতী নাম লয়ে হেসে
সুখে আসো আপন বেশে
কালকেটে যায় কালের দোষে।।

ইন্দ্র আবার রাজ্যহারা
ঘুরে পথে পাগল বেশে
টুটি টিপে ধরেছে মাগো
প্রাণ চলে যায় শক্তিনাশে।।

মাগো, শূম্ভনিশূম্ব আর মধুকৈটভ
এসেছে আবার ধরার মাঝে
মহিষাসুর তাদের মাঝে
ঐ দেখা যায় দেখনা চেয়ে।।

তুই যদি মা এমনি করে
কাটাস সুখে গিরিপরে
ডাকবো না আর মা মা বলে
মরবো দেখিস অসুরশক্তির পায়ের তলে।।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।