Friday, October 28

লিংকন ( বাংলাদেশ )


বিস্মৃত


মানুষ মানুষকে ভুলে যায় না, 
শুধু মায়া কেটে যায়!
কেটে যায় তার আত্মার টান!

মানুষ একজনের অনুপস্থিতিতে,
জড়িয়ে যায় অন্যজনের সাথে!
সময়ের প্রয়োজনে এও এক আকর্ষন!

মানুষ মানুষকে ভুলে যায় না,
কোন এক অসময়ে
মনে পরে তাকে!

হতে পারে বিষণ্ণ কোন সন্ধ্যায়,
হতে পারে চলন্ত কোন পথে,
হতে পারে ব্যস্ত নগরীর 
হাজার মানুষের ভীরে!
হতে পারে পুরোনো কিছু স্মৃতি
মনের গভীর হতে উঁকি দিলে পরে!

মানুষ মানুষকে ভুলে যেতে পারে না, 
হয়তো তখনো কিছু মায়া
অবশিষ্ট থাকে বলে!

আর তুমি কেমন করে বিস্মৃত হবে আমায়,
চকচকে জীবনের আঁড়ালে!

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।