Monday, October 17

উজ্জ্বলা মল্লিক



গোপন তুমি 

প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন"তুমি"থাকে। যাকে কখনো ভুলে থাকা যায় না। 
সে "তুমি"টা হাসায়, কাঁদায়, আবার কখনো রোমান্টিকতায় ভাসায়।
সেই "তুমি" টা  একান্ত  শুধু নিজের থাকে।
তাকে কারো সাথে ভাগ করা যায় না।
সেই "তুমি"টার দেয়া আনন্দ সুখ-দুঃখ-কান্না-রোমান্টিকতা সব একা নিজেকেই ভোগ করতে হয়।

আর যদি কেউ বলে
তার জীবনে এমন কোন "তুমি" নেই,এটা সম্পূর্ণ মিথ্যে কথা।
আমি তাকে বলব ---
হৃদয়ের দ্বার খুলে, একবার অতীত আর বর্তমান ঘুরে আসুন।

একটা গোপন "তুমি"পেয়েই যাবেন।
সে হয়তো ছিল কৈশোরে, হয়তো যৌবনে নয়তোবা বর্তমানে আছে।
কিন্তু সে আছেই।

এই "তুমি"টা দূরে বহু দূরে থেকেও সবসময় আমাদের হৃদয় জুড়েই থাকে।
আমাদের হৃদয় জুড়ে তার বসবাস।
এ জীবনে এই "তুমি" টাকে ভুলে  থাকা অসম্ভব।
যেদিন আমাদের এই জীবন অবসান হবে-ঠিক সেই দিনই এই "তুমি"টারও অবসান ঘটবে।

এই "তুমি"টা আমাদের ছোট্ট জীবনে - বাড়ীর এক চিলতে বারান্দা হয়েই থাকুক।
যেখানে রোদ আসে, বৃষ্টি আসে, মিষ্টি  বাতাস বয়ে যায় সর্বক্ষণ।
সকাল আসে, রাত আসে,সন্ধ্যা আসে।
যেখানে একা দাঁড়িয়ে  ব্যস্ততম জীবনে প্রাণভরে শান্তির নিশ্বাস নেয়া যায়....
নিজের সাথে কথা বলা যায়।
হ্যাঁ এমনি এক চিলতে বারান্দা হয়ে আজীবন হৃদয়ে বেঁচে থাক ---
আমাদের হৃদয়ের  প্রিয় এই গোপন "তুমি"টা।


1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।