Wednesday, October 26

অনিমেষ সিংহ


আলোর মেয়ে বা মেয়েটি আলো


আলো এসে দাঁড়াল দরজায়। আমাদের বিবাহ সম্পর্কিত কোনো বাধানিষেধ ছিলো না। 
কতো আলো আসে, 
মানুষের নিবিড় বুকে বাসা বাঁধে আর মাঝেমধ্যে স্বর্গে নিয়ে যায় তাদের -

উৎপল তালধি

অথবা


একটি মেয়ে রোজ নির্দিষ্ট একটা গাছের তলায় নির্দিষ্ট একটা সময়ে দাঁড়িয়ে থাকে।আমিও ঠিক সেই সময় ঐ গাছতলা পেরোতে গিয়ে থমকে দাঁড়িয়ে মেয়েটিকে চোখে গিলি । অন্যান্য পথিক আমাকে দেখে হাসাহাসি করে, হয়ত ভাবে, শালা,

তীর্থঙ্কর সুমিত


সহজ পাঠের ঘর


অসাধারণ কিছু কথন...
নিম্নলিখিত সূচিপত্রে তা সাজানো
পাতা ওল্টালেই মুখের বিবর্তন পাল্টে যায়
সময়ের সঙ্গে সঙ্গে আংশিক মেরুদন্ড,,,
কখন যেন হিসেবের বর্ণমালা ছুঁয়ে

Tuesday, October 25

আভা সরকার মন্ডল


রুমাল


ভেজা ঠোঁটের স্নিগ্ধতা আর উষ্ণ হৃদয়ের ঘ্রাণে
তোমাকেই জড়াতে চেয়ে
রুমালের ঠিক মাঝখানে বুনেছি অপেক্ষার সুতো---

লিংকন


বরণ করবো আজ



বড় বেশি ভাগ্যবান আমি,
ইট পাথরের শুষ্ক প্রাণহীন রসহীন, 
গতিশীল এ পরিমন্ডলে,
সবাই যখন আপন আপনকে নিয়ে,
মায়া মমতাহীন রক্ত মাংসে গড়া
অশান্তি আর একাকীত্বের ক্ষণিক জীবনে 

শফিক হাসান

পিচ্ছিল গন্তব্য

সওয়ারি যদি না ঢালে রঙহীন তরল কণা
কীভাবে এগোবে দূরযাত্রার স্বাপ্নিক বাহন
সড়কে লাল পিচ ঢাললে নৌকার কী উপকার
সর্পিল রেলও যদি ছোবলে রটিয়ে দেয়