Monday, October 24

জিয়াউর রহমান লিংকন (বাংলাদেশ)

বিষাদময় নগরী


এ নগরী একদিন ছিলো জীবন্ত!
এর পথেঘাটে সবুজ ঘাস ছিলো!
ছিলো পথের দু'ধারে কাঁঠালচাঁপা
শিমুল পলাশ আর ছিলো বকুল,
সময়ের আগমনে,

ডোনা সরকার সমাদ্দার


শব্দচাষী



আমি এক শব্দচাষী,
মনের গহনে দুঃখ, যন্ত্রণা,ভালোবাসায় 
লালিত হয় শব্দ।
কখনও অস্ফুট আর্তনাদে সাদা কাগজে তান্ডব করে তারা;
আবার কখনও বা ভালোবাসার আদরে সাদা কাগজকে করে রঙীন।

অনিরুদ্ধ ঘোষাল


রাজা

                 
                         
সেই মানুষটিকে আমি দেখেছি
রাস্তার ধারে জঞ্জালের স্তুপে
জীবন্ত কঙ্কাল রূপে
ব্যাস্ত,
রাশি রাশি জঞ্জালের স্তুপে 
বেছে নেয় তার

Sunday, October 23

সৌমেন


উলঙ্গিনী


    

সতীত্বের প্রশ্ন মুখে নারী কাঠগড়ায়।
জারি-জুরি বিচারক অঙ্গুলী হেলায়।
ছিঃ! ছিঃ! ধ্বনী ওঠে, করে হায়! হায়!
সমাজ-সংসার ডোবে বুঝি,

প্রিয়ব্রত রায়

                                                                     


নিষিদ্ধ প্রেম


   সন্দীপন দিবাকরের অনেকদিনের পুরোণো বন্ধু। সন্দীপের বয়স তিরিশ্ দিবাকর আঠাশ আর চঞ্চলা মানে সন্দীপের বৌ সবে আঠারোতে পা । সন্দীপ চাকরী সুত্রে বাইরে থাকে । চঞ্চলার একাকীত্ব কাটাবার জন্য ভর্তি হ’য়েছিল একটা ওপেন ইউনিভারসিটির ফার্স্ট ইয়ারে । দিবাকর ইংলিসে এম. এ. ফার্স্টক্লাস । না দিবাকর চাকরী পায়নি এখনো বেকার । প্রাইভেট পড়ায়। তাই ওকেই চঞ্চলাকে পড়াবার দায়িত্ব দিয়েছিল সন্দীপন । যদিও বাধাধরা টিউশান নয় ওই পড়াশোনা ও দেখভাল করা । 

অংশুদেব


শেষ নেই শুরু নেই

পথের শেষে পথ শুরু হয়
মনের শেষে মন
ধারণ বুকে তৃষ্ণা যত
বন্ধু আছে গাছের মতো
হাতের মধ্যে হাত, হাতের কথা