Saturday, October 15

তুহিন কুমার চন্দ

বৃষ্টি নামার আগে


বৃষ্টি নামার আগে তুমি হেঁটে গেছো বকুলের বনে,
বৃষ্টি নামার আগে হাড়ভাঙা গাছের শিকড়ে রেখেছিলে অমল বিশ্বাস।

নিঃশ্বাস নিতে নিতে চলে গেছে প্রসন্ন কারিগর, 
পুতুল নাচিয়ে কোনভাবে সংসার চালিয়ে গেছে সে।

বৃষ্টি নামার আগে সব ঋণ শোধবোধ পৃথিবীর কাছে,
যে লোকটা আঙ্গুলে সূতো বেঁধে পুতুল
নাচিয়ে গেছে শুধু, 
তার পাশে নিথর পরে আছে পুতুলের শব। 

বৃষ্টি নামার আগে তুমি হেঁটে গেছো সূর্যাস্তের দিকে,
সূর্য দেখোনি তুমি,
বকুলের গন্ধে নিশিরাত বুকের ভেতরে চেপে, 
শুনেছিলে অন্ধ বালিহাঁসের বিভৎস  চিৎকার।

বৃষ্টি নামার আগে এলোচুলে জ্যোৎস্না নেমেছিলো বকুলের ডালে,
তুমি একা একা কেন মিছে খুঁজে ফেরো অমল বিশ্বাস ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।