Friday, November 18

উজ্জ্বল দত্ত



কি করে ভুলে থাকতে পারো  


কি সুখ পেলে জানিনা 
তবু তুমি ভালো থেকো তোমাকে নিয়ে ,
আর আমি না হয় 
কষ্টকে ভালোবেসে বুক চেপে রবো ।

সত্যেন মণ্ডল



 বেশি কথা বোলনা
                                        

যখন ছোট ছিলাম, বাবাকে প্রশ্ন করতাম
ওই যে আকাশ দিয়ে বিমান যাচ্ছে ওতে কারা যায়  ?
বাবা বলতেন, পয়সা ওলারা
পয়সাওলা কারা বাবা  ?

Thursday, November 17

লিংকন



তবে জেনে নিও


নয়নে নয়ন রেখে, 
জিজ্ঞাসু মনেই বলেছিলে তুমি -
তোমার জন্যে আমার কোন, 
টেনশন হয় কিনা?

Wednesday, November 16

শ্রীস্বদেশ সাধক সরকার



কথাগুলো
            
     
       কথাগুলো ভাসে
        আপন মনে 
        কোন খেয়ালে
        কেউ কি জানে~। 

সুব্রত সেন



ফিরে এসো অলকানন্দা

তমসাচ্ছন্ন আকাশ,ঘুমিয়ে পড়েছো কি?
জেগে থাকলে বলতে পারি
মনে পরে কি,তিরিশ বছর আগের কথা..৷

কনক লতা দাস



রূপের রসিক


রূপের রসিক কোথায় থাক বাজার ছেড়ে।
নানা রঙের পুতুল ছেড়ে দিলে চাবি দিয়ে।
দমকলের দমে চড়ে বেড়ায় কেবল নাইরে হুস।