Tuesday, October 25

আভা সরকার মন্ডল


রুমাল


ভেজা ঠোঁটের স্নিগ্ধতা আর উষ্ণ হৃদয়ের ঘ্রাণে
তোমাকেই জড়াতে চেয়ে
রুমালের ঠিক মাঝখানে বুনেছি অপেক্ষার সুতো---

লিংকন


বরণ করবো আজ



বড় বেশি ভাগ্যবান আমি,
ইট পাথরের শুষ্ক প্রাণহীন রসহীন, 
গতিশীল এ পরিমন্ডলে,
সবাই যখন আপন আপনকে নিয়ে,
মায়া মমতাহীন রক্ত মাংসে গড়া
অশান্তি আর একাকীত্বের ক্ষণিক জীবনে 

শফিক হাসান

পিচ্ছিল গন্তব্য

সওয়ারি যদি না ঢালে রঙহীন তরল কণা
কীভাবে এগোবে দূরযাত্রার স্বাপ্নিক বাহন
সড়কে লাল পিচ ঢাললে নৌকার কী উপকার
সর্পিল রেলও যদি ছোবলে রটিয়ে দেয়

Monday, October 24

শেখ আব্দুল খালেক ( বাংলাদেশ )


কি আশায় বাঁধি বুক


তোমার কামনা সুপ্ত বাসনা

না বুঝে করেছি ভুল

গোপণ বিহারে নিরবে নিরবে

ছিড়েছ রঙিন ফুল।


তোমার হাসিতে ছুটেছি কেবল

করিনু মৃত্যু ভয়,

আশার আলোতে ফেলেছি স্বজন

করেছ হৃদয় ক্ষয়।


গোপণে গড়েছ অতুল প্রাসাদ

করেছ শূন্য ধন

তোমার লালসায় অকূল পাথারে

কাঁদে আজ শত মন।


তোমার কথায় ছুটেছে মানুষ

হৃদয়ে দিয়েছে ঠাঁই,

তুমি কেন আজ আঁধারের মাঝে

মুক্তির পথে নাই !


কত যে আশার কুসুম কানন

কত যে রঙিন ফুল,

কিসের অভাবে কেন যে শুকায়

কোথা আছে মহা ভুল !


অতীতের কাছে ফিরে ফিরে দেখ

কি ছিল স্বপন মনে,

সে স্বপন কেন ঝরে অবিরত

ভাব তাই ক্ষণে ক্ষণে।


যে মানুষ ভুলে অতিরের কথা

জীবনের সুখ দুখ,

সে মানুষ নিয়ে স্বপ্ন বিফল

কি আশায় বাঁধি বুক !


অতীতের স্মৃতি স্বর্ণ কোমল

হৃদয়-মিনারে হাসে,

শহীদী-আত্মা ত্যাগের মহিমা

বিজয় পতাকা ভাসে।


তোমার হস্তে আমানত রেখে

শহীদ মুক্ত দায়,

তুমি তো নিয়েছ সেই গুরু ভার

মা যেন মুক্তি পায়।


কান্তীশ মণ্ডল

ভালোবাসাসহ



রাইকিশোরী
কান্তীশ মণ্ডল
রাইকিশোরী শাপলা তোলে ,
কৃষ্ণ  বাজায়  বাঁশি,
রাই কিশোরী আড় চোখে চায় ,
লাজুক মুখে হাসি।

জিয়াউর রহমান লিংকন (বাংলাদেশ)

বিষাদময় নগরী


এ নগরী একদিন ছিলো জীবন্ত!
এর পথেঘাটে সবুজ ঘাস ছিলো!
ছিলো পথের দু'ধারে কাঁঠালচাঁপা
শিমুল পলাশ আর ছিলো বকুল,
সময়ের আগমনে,