Wednesday, August 3

গডফাদার

রাশেদ

বুকপকেট নেই
একটা বুকপকেটের সুতীব্র তীক্ষ্ণ আকাঙ্খা
লোভের লালা ঝড়ায়,
বুকপকেটে নাকি জাদুর কাঠি থাকে !

হিপ পকেটের ন্যানো কোল্ট হ্যমারটা
যন্ত্রদানব, শক্তিশালী
কিন্তু বড্ড রিস্কি
ঘাম ছুটিয়ে স্যলাইন খাওয়ায়।
দমকা হাওয়ায় ভ্যানিশও করে।

বুকপকেটওয়ালা বলেছে
কোল্ট হ্যামার থেকে আর একটা বুলেটের দৌড়
তারপরেই কাঙ্ক্ষিত বুকপকেট।
সর্পিল সাপের খোলস পাল্টানো।

পরাধীন টি-শার্ট,
শুকনো ঘামের সাদা নোনা দাগে
স্বাধীন মানচিএ হতেচায়,
হয়েও যায়।
বস্তির নিপড়িত লোভী চোখে
বুকপকেটের বখেযাওয়া জাদুর কাঠি
থলের কালো বিড়ালের স্বপ্ন আঁকে......

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।