Wednesday, July 13

দেবজ্যোতিকাজল

পেন্সিল বক্স

বাড়িটা মাঝে মাঝে নিঝুম হয়ে যাচ্ছে । মাঝে মাঝেই কান্নার শব্দে ভার হয়ে উঠছে । প্রিতু বাড়ির এক মাত্র ছোট কুড়ি । প্রিতু জানে না বাড়ির সবাই কেনো কান্না করছে । প্রিতু বাবার দেওয়া ভারতের পতাকার ছাপওয়ালা পেন্সিল বক্স নিয়ে ঘরে বসে খেলছে । প্রিতুর ছোট পিসিমনি ঘরে ঢুকে প্রিতুকে ধরে কাঁদতে শুরু করল । প্রিতু পিসিমনির চোখ মুছে দিয়ে বলল, কাঁদছ কেনো পিসিমনি ? আমার মা কই পিসুমনি ?

প্রিতু পিসির সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখে তার মা অজ্ঞান হয়ে একটা বক্সের কাছে পড়ে আছে ।

প্রিতু পিসুমনিকে বলল, পিসু ঔ বক্সের মধ্যে কি ? মা ওখানে শুয়ে আছে কেনো ? ঠাম্মা দাদু কাঁদছে কেনো ?

প্রিতু পিসির হাত থেকে ছুটে ঘরে গিয়ে । বাবার দেওয়া ভারতের পতাকার ছাপওয়ালা পেন্সিল বক্সটা নিয়ে এসে বলতে লাগল , পিসু আমার পেন্সিল বক্সের মত ঐ বক্সটাতে কি আছে ? বল না পিসু ।

পিসি প্রিতুকে ধরে শব্দ করে কাঁদতে লাগল । প্রিতুও নাছর বান্দা । 

বল না পিসু ঔ বক্সটার মধ্যে কি আছে ?

প্রিতুর পিসি প্রিতুকে চেপে ধরে বলল , ওর মধ্যে তোর বাবা আছে ।

প্রিতু উৎসুক কন্ঠে বলল , বাবা আমার পেন্সিল বক্সের মত বক্সে কেনো পিসু ?

প্রিতু রে তোর বাবা মরা গেছে । তোর বাবা আর ফিরবে না । তোদের ছেড়ে চলে গেছে ।

প্রিতু সকরুন গলায় বলল , তবে , বাবা যে আমার কাছে প্রমিজ করেছিল আমাকে ছেড়ে কোথাও কখনও যাবে না । তবে কি বাবা মিথ্যা বলেছিল পিসু ....

Friday, February 25

নীরব বোতাম

দেবজ্যোতিকাজল

রোদেরা কথা বলে না । নিজের আত্মার সাথেও কথা বলে না । যত ভাব-ভালবাসা ছায়াদের সঙ্গে । পাতারা নড়লে ভালোবাসা বোতাম খুলে বুক দেখায় । বুক পেতে দেয় । বুকের লোমগুলো গাল ছুঁয়ে গেলে । শান্ত দিঘিতে ঝুপ করে জলের রিং-এ লাফিয়ে পড়ে শিকারী পাখি মাছরাঙ্গা হয়ে  । মাধবী তখন শীতল উচ্চস্বরে বলে , গায়ে যে লেপটে থাকে ছায়ারা তাকে সঙ্গে নিয়ে ডাল পাতা বানাও । আমার তোমার বুকের কাছে । তুমি তবুও দাও না তারে ধরা  । মাটির ছায়ায় বুকটা স্তন হয়ে ফুটে ওঠে । নীরব আর নিবিড়ের মাঝে আমি শুধু বানানে পার্থক্য । নিবন্ত রোদ আহ্বান করে সমুদ্রে ভাসা আগুন । রোদ গলে গিয়েছে সমুদ্রের নোনা জলে । মাধবী নিজের শরীরের ছায়া খোঁজে কৃত্রিম প্রকৃতিতে । রোদ মরে গেছে, ওর কাছে । প্রতিদিনের বেমানানো দিনের ধুলোবালি । কপালটাতে দাঁতাল বিকেল হয়ে গলে পড়ে  । স্তব্ধবাগ ঠোঁটে সন্ধ্যামালতী ফোটে । মাধবীর বুকের মধ্যে একটা হাতের স্পর্শ । শরীরে আস্তিক কীটের কামোড় ।  উত্তেজনায় ঘর বাড়ি রোদের গায়ে দুমরে-মুচরে পড়ে । সেই প্রথম রোদ উচ্চস্বরে ডেকে বলেছিল, মাধবী !

Friday, December 9

।। শীত সংখ্যা ।। ৬ ডিসেম্বর ২০১৬ ।।

হাতের ডান দিকের সূচীপত্রে কবির নামের উপর ক্লিক করলে সেই কবির লেখাড়া যাবে ........

বেশ্যাবৃত্তি ও পর্ণোগ্রাফি পরস্পরের পরিপূরক

চিন্ময় মণ্ডল
আদি প্রস্তর যুগ থেকে শুরু করে নব্য প্রস্তর যুগের হাত ধরে বর্তমানে মানবসভ্যতা ন্যানো টেকনোলজিতে উপনীত হলেও উন্নত ভোগবাদী মানসিকতার বিকাশ ক্রমবর্ধমান যা সুন্দর সুস্থ সমাজব্যবস্থা গড়ার অন্তরায়।কেননা বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে যৌনব্যবসা বা গণিকাবৃত্তি ও পর্ণ সাইট এর মতো ঘৃণ্যতম সামাজিক ব্যাধিকে টিকিয়ে রাখার সুপার পাওয়ার হল ভোগবাদী মানসিকতা। যেহেতু ভোগবাদী চিন্তার অন্যতম হল যেনতেন প্রকারে জীবন কে উপভোগ করা।এই রাজনৈতিক নেতা-মস্তান, পুলিশ - প্রশাসন, হোটেল রিসর্টের মালিকদের সসম্মিলিত প্রয়াসেই আজকের এই যৌনব্যবসা ও পর্ণোগ্রাফির বাড়বাড়ন্ত, যা রাস্ট্র সযত্নে লালনপালন করে যাচ্ছে,কেননা যখন দেখছি উন্নত দেশ গুলো পর্ণোগ্রাফি বা পর্ণোসাইট বন্ধের তাগিদ অনুভব করছে তখন আমাদের রাস্ট্র নায়করা "নাগরিকের ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ" কোরতে নারাজ বনাম নৈতিকতার ভোট বাক্স স্ফীতের তল্পিবাহক এর ভুমিকায় মহানুভবতার প্রতীক,সত্যি নাগরীক দের শয়ন কক্ষে উকি মারা কি রাষ্ট্রের কাজ

Tuesday, December 6

আলবিদা “আম্মা”

১৯৪৮-২০১৬
এক বর্ণময় জীবনের পরিসমাপ্তি ...........
রূপালী জগৎ থেকে রাজনীতির সফর .............. পিছু ছাড়েনি বিতর্ক , সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এক লড়াইয়েরই অন্য নাম হয়ে উঠেছিলেন জয়ললিতা। ....... যেখানেই থাকুন , ভালো থাকুন আপনি।।

Sunday, December 4

এঁরা সমাজের কারা

বিশ্ব প্রতিবন্ধী দিবস

আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস । প্রথমেই আমার সহযোদ্ধা প্রতিবন্ধী ভাই ও বোনেদের বয়স অনুযায়ী শ্রদ্ধা জানায় ।
“ জীবনের শারীরীক অক্ষমতা একটা খারাপ মনের মধ্যে বসবাস করে । সমাজের মর্য্যদার মধ্যে বসবাস করে । সামাজিকতার মধ্যে বসবাস করে । এমন কি ধর্মের ধর্মমতের মধ্যেও বসবাস করে । তাতে মানসিক অমর্য্যদা ঘটে । সামাজীক অমর্য্যদা ঘটে । তাই তোমার সমাজ , ধর্ম ও নৈতিকতার কাছে দায়ব্ধতা নাই । তুমি যেহেতু করুণার পাত্র । নৈতিকতার পাত্র নও। তাই তোমার পথটা আত্মবিশ্বাসের শক্তিতে উপলব্ধি করতে হবে । ”

“যে , যে পথ দিয়ে চলে চলে , তার গৃহে ফেরার পথ হয় সেইটি । যেহেতু তুমি প্রতিবন্ধী । তাই তোমার চলার পথ মস্তিষ্কের মধ্যে খোঁজ । মনোযোগ দাও তাতে তৈরী হবে তোমার বাঁচার পথ ।”

আমাদের দাবি ও প্রতিবাদঃ-
°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°
@যে সব প্রতিবন্ধী কাজ করার মত সক্ষম তাদের কাজ দিতে হবে।

@যারা কাজ করার মত অক্ষম তাদের বাজার অনুযাযী পেনশন দিতে হবে ।

@ প্রত্যেক অফিস , স্কুল , কলেজ এবং বেসরকারি সংস্থায় প্রতিবন্ধী পরিবেশ দিতে হবে ।

@ যে কোন উৎসবে প্রতিবন্ধীদের জন্য বিশেষ পরিস্থিতি তৈরী করতে হবে । যাতে তারা উৎসবের আনন্দ উপভোগ করতে পারে ।

@ সারা ভারতে প্রত্যেক বাস্ট্যাণ্ডে প্রতিবন্ধীদের জন্য আলাদা বাতরুমের ব্যবস্থা করতে হবে ।

@ প্রত্যেক জেলা ভিত্তিক প্রতিবন্ধী স্কুল ও কলেজ তৈরী করতে হবে ।

@ সারা ভারতের প্রতিবন্ধীদের সরকারী আওতায় নিয়ে আসতে হবে ।

@সরকারী ভাবে প্রতিবন্ধী দের হুইলচেয়ার ও নানা প্রতিবন্ধী সরঞ্জাম দিতে হবে প্রতি বছর ।

@রেল ও বাসে প্রতিবন্ধী কার্ড ছাড়াই বিনাপয়সায় চলাচলের অনুমতি দিতে হবে । সেই ক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ড দেখানোর ব্যবস্থা করতে হবে ।

@যে সব প্রতিবন্ধী চিকিৎসা পেলে স্বাভাবিক জীবন পাবে তাদের চিকিৎসা ভার সরকারকে নিতে হবে ।

@প্রতিবন্ধীদের পেনশন প্রতি মাসেরটা প্রতিমাসে দিতে হবে ।

@যারা একদম অক্ষম প্রতিবন্ধী তাদের সরকারি হোমে রেখে বাকি জীবনের নিশ্চয়তা দিতে হবে ।

@ প্রতিবন্ধী শব্দ তুলে দিয়ে লিখতে হবে “ অন্য উপায়ে সক্ষম” ।