Tuesday, September 20

এভাবে সমাজ পরিবর্তন হোক

ফেসবুক সংগ্রহ

কি নির্মম দৃশ্য ♡ মেয়ে মাকে শেষ বিদায় দিচ্ছে চুমু দিয়ে

ফেসবুক সংগ্রহ


চার বছর বয়সী ছোট্ট মেয়ে তার মাকে চিরদিনের জন্য বিদায় জানাচ্ছে!! আর কখনো মায়ের মুখ দেখা হবেনা। মায়ের মলিন হাতের স্পর্শ বা আদর স্নেহ পাবেনা! মায়ের মধুমাখা কন্ঠস্বর শুনতে পাবেনা! বিষয়টি ভাবতে খুব কষ্ট হচ্ছে, শুনেছি তার ৪দিনের আরো ১টি কন্যাসন্তান রয়েছে! অকালে মা হারানো হতভাগ্য শিশুরা সৃষ্টিকর্তার কৃপা লাভ করে সুখে শান্তিতে থাকুক। ছবিটি মর্মস্পর্শী ও হৃদয়বিদারক!!

Saturday, September 17

রবি কথা

ফেসবুক সংগ্রহ

বাণী

ফেসবুক সংগ্রহ

Friday, September 16

দুঃখ পেলেই মরে যেতে হবে না

আনিসুর রহমান


তোমার কী খুব দুঃখ?

না ?

তবে কাঁদছো কেনো  ? যেন পৃথিবীর সব তারা  নিভে গেছে ,

তবে জীবনকে কেনো ঝুলাতে গিয়েছিলেঅতৃপ্তির যুপকাষ্ঠে?

যদি দুঃখ পেয়ে থাকো, ধারণ করো, সমুদ্র যেমন ধারণ করে বিক্ষুদ্ধ, বিষাদ জলরাশিকে।

দুঃখ পেলেই মরে যেতে হবে না,

যদি তা না হতো তবে কবেই ঘটাতাম জীবনের নির্মম পরিসমাপ্তি।

তুচ্ছ হয়ে বেঁচে থেকে, হৃদয়ে রক্তক্ষরনে বুঝেছি কতটা বেঁচে নেই।

কতবার মরে গেছি স্বপ্নে, আকাশ থেকে ঝরে পড়ে, আতংকে জেগে উঠেছি

বাঁচার আনন্দে, চিৎকারে, আন্দোলিত হয়ে, তেমনি তুমিও বাঁচবে, তোমাকে বাঁচতেই হবে।

একটি সূর্য নিভে গেলে, লক্ষ তারা জ্বলে ওঠে

তেমনি তোমাকেও জ্বলে উঠতে হবে, নিভে যেতে হবেনা।

 

নক্ষত্রের সন্তানেরা,

হতাশায় মরে যেওনা, কাঊকে মরে যেতে দিওনা

দুঃখ পেওনা, কাউকে দুঃখ দিওনা, বিদীর্ন হয়োনা, দুঃখকেই বিদীর্ন করো,

শোকে ডুবে যেওনা, ভেসে ওঠো আনন্দের শিহরনে জীবনের অন্যকুলে অন্য জনমে।

সময়ের চোরাবালিতে স্বপ্ন হারিয়ে গেলে, তবুও কাঁদতে হবে না,

পাতার শিশিরের মতো ঝরে যেতে হবে না।

খুঁড়িয়ে চলা জীবনকেও মাঝপথে থামাতে হবেনা। 

 

আমি বিশ্বাস করি,

আত্মগ্লানিতে জর্জরিত হয়ে তবু এগিয়ে চলা জীবনের গর্বিত মহাকাব্য রচনা করে।  

আত্মসম্মানবোধ জীবনের শ্রেষ্ঠত্বের সামনে নতমুখে হেঁটে যায়। 

রাত্রি যেমন দিনের উজ্জলতার কাছে হেরে যায়, তবু নিজের কাছে কেউ পরাজিত নয়।

বিশ্বাস করি,

মানুষ বাঁচবে সম্ভাবনার সূর্যকে স্পর্শ করার সাহস নিয়ে,

হৃদকম্পে জীর্ন ভবনের মতো ধ্বসে যেতে হবে না।

বেঁচে থাকতে হবে একটি সত্য সূর্যমুখীর মতো।

জীবনের কাছে হার মেনে, আঁচলে মুখ লুকিয়ে কাঁদতে হবেনা ।

 

পৃথিবীর পাপী ও নিষ্পাপ সন্তানেরা,

প্রতিশোধে বিষাক্ত প্রেম ছুঁড়ে ফেলে দাও,

দান করো উম্মুক্ত ভালোবাসা চন্দ্রালোকের মতো, নিঃস্বার্থ, প্রতিদানহীন ।

কি দিয়ে কি পেলাম এমন তো নয়…..

প্রকৃত প্রেমিক কি কখনো খুজেঁ পায় তার প্রেমিকাকে ?

তবে  কেন সবুজ জোত্স্নার স্বপ্নে বিভোর অরণ্য রোদনে ?

প্রেম কি কখনো মুখরিত মিছিলের স্লোগানে ?

পুঞ্জিভূত ক্ষোভ কেরোসিনের আগুনে পুড়িয়ে নিজেকে দগ্ধ করে

বিবর্ণ আত্মা কি মুক্তি পায় ?

 

 

অবিনশ্বর প্রেমকে সন্ধিপত্রে বন্দী করনা।

আইনের বেড়াজালে মুর্খ জনপদ বন্দী করে ভালোবাসার শ্বেতকপোত।  

সন্ধিবিচ্ছেদ হলে হোক, জ্বলেপুড়ে নিঃশেষ হতে হবে না।

পরিনয়সূত্রে আবদ্ধ হতে না পারলেও জীবনের সাথে বিচ্ছেদ ঘটাতে হবেনা।

প্রেমে পুড়ে এসিডে ঝলসাতে হবেনা সৌকর্যের প্রতিমা।

বেদনার বিষবাস্প দুর্দমনীয় হলে হোক,নিজেকে বিস্ফোরিত হতে হবেনা।

বরং প্রশান্ত হও বৈকাল হ্রদের স্বছ জলের মতো, এবং ক্ষমা করো পাপীকে।

যে তোমাকে পথে ফেলে গেছে, তাকে পদদলিত করে শুরু হোক এক উচ্ছসিত নবযাত্রা। 

 

অসম্ভবের দিনগুলোতে স্নিগ্ধ স্বর্নালী এক ভোরে

জঠর পেরিয়ে জণ্ম নেবে এক চিলতে শিশু...

যেন সবুজ পাতায় ঝুলে থাকা কিঞ্চিত রৌদ্রালোক.

বেঁচে থাকবে নতুন প্রজন্মে, সন্তানের নতুন স্বপ্নের নীলিমায়,

প্রিয় সন্তানকে স্নেহের আলিঙ্গন থেকে বঞ্চিত করতে হবেনা। 

 

ক্ষণজন্মা এই জীবনে, তাই বঞ্চিত করো না, কষ্ট দিওনা,

নিস্পাপকে নষ্ট করোনা, স্বেচ্ছামৃত্যুকেমেনে নিও না,

এ পাপের ক্ষমা পাবে না, কখনো পাবে না।

তাই বাঁচতেই হবে, মৃতস্রোত কিংবা কীটপতঙ্গের মতো হলেও,

নিজেকে বিশ্বাস করো, তুমি অদ্বিতীয়,তোমাকে পারতেই হবে, আত্মহনন করতে হবেনা।

সমস্যাসংকুল জীবনের সমাধান মৃত্যুতে খুঁজতে হবেনা....

তাই আজ থেকে - দুঃখ পেলেই মরে যেতে হবেনা,

পৃথিবী তোমাকে চায়, পৃথিবীকে ছেড়ে যেতে হবেনা ।

 

Thursday, September 15

কিডনি নষ্ট থেকে বাঁচুন

ফেসবুক থেকে সংগ্রহ